The rise of Pathao
পাঠাও বাংলাদেশের অন্যতম প্রযুক্তিগত রাইড শেরিং প্ল্যাট। 2015 সালের মাঝামাঝি সময়ে, হুসেন এম ইলিয়াস এবং শিফাত আদনান পাঠাও শুরু করেন।বর্তমানে পাঠাও এর প্রতিদিন 500 টিরও বেশি ডেলিভারি সম্পন্ন করার ক্ষমতা রয়েছে । একটি তথ্য সুত্রে জানা যায় Pathao 2021 সাল নাগাদ, পাঠাও 300,000+ ড্রাইভারের সাথে স্কেল করেছে এবং 8 মিলিয়ন+ ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে। বর্তমান এ Pathao app টি download করা হয়েছে এক কোটি বার Google Play Store থেকে । বর্তমান এ পাঠাও দেশের বাহিরেও ব্যবসা করছে ।