ঈদের আগে মসলার দাম আকাশ চুম্বি

 


এক মাসে এলাচের দাম বেড়েছে কেজিতে হাজার টাকা। মাংস রান্নায় ব্যবহার হয়, এমন মসলার দাম কোরবানির ঈদের আগে আগে আরেক দফা লাফ দিয়েছে।


পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে গরম মসলা, সব কিছু কিনতেই বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাদের। ঈদের আগের দাম আরও চড়তে পারে, এই কথাও জানিয়ে রাখছেন বিক্রেতারা।


ভোক্তারা ত্যক্ত বিরক্ত। তাদের অভিযোগ, বাজারে প্রতিযোগিতা নেই, ব্যবসায়ীদের কোনো না কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। সরকারি প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণে ব্যর্থ।

Next Post Previous Post